ঢাকা, মঙ্গলবার   ২০ মে ২০২৫

এভারেস্টের শিখরে প্রথম টুথব্রাশ ব্র্যান্ড সিস্টেমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১১, ১৯ মে ২০২৫

Ekushey Television Ltd.

পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে পৌঁছে বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশি অভিযাত্রী ইকরামুল হাসান শাকিল—হেঁটে যাওয়া ১,৩০০ কিলোমিটার পথের পর সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৮৪৮ মিটার উঁচু এভারেস্টের চূড়ায়। আর তার সঙ্গে ইতিহাস লিখল জাপানের ওরাল কেয়ার ব্র্যান্ড সিস্টেমা, যে টুথব্রাশ প্রথমবারের মতো পৌঁছলো ‘অপ্রাপ্য স্থানে’।

শাকিলের যাত্রা শুরু হয়েছিল চট্টগ্রামের ইনানী সমুদ্র সৈকত থেকে। পথে পেরোলেন বাংলাদেশের পাহাড়ি ও সমতল অঞ্চলের পাশাপাশি ভারত ও নেপাল অতিক্রম করে বিপুল চড়াই-উতরাই। অবশেষে তিনি দাঁড়ালেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের সামনে—আর সেখানেই তার হাতে ছিল সিস্টেমার ‘Reach the Unreachable’ মন্ত্রের বাস্তব রূপ।

সিস্টেমা টুথব্রাশের সুপার টেপার্ড ব্রিসেল যেমন দাঁতের গভীর স্থানে পৌঁছে দুর্বোধ্য অংশ পরিষ্কার করে, তেমনি শাকিল তার অবিচল সংকল্প ও সাহসিকতায় পৌঁছে গেলেন অসাধারণ এক উচ্চতায়।

এই অভিযানের আরেকটি মিশন ছিল পরিবেশ সচেতনতা বৃদ্ধি: “Beat Plastic Pollution”। পরিবেশবান্ধব ও দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে লায়ন কল্লোল লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর তন্ময় দত্ত গুপ্ত বলেছেন, শাকিলের সঙ্গে আমরা কেবল স্পনসর নই, সহযাত্রী—একই লক্ষ্যে: সুন্দর ভবিষ্যতের জন্য মানুষকে অনুপ্রাণিত করা।

শাকিলের অর্জন শুধু শারীরিক এক বিজয় নয়, এটি সীমা অতিক্রমের, নিজের ওপর আস্থা রাখার, স্বপ্নকে হাশিমুক্ত করার এক অনন্য গল্প। সিস্টেমা টুথব্রাশ এই বিশ্বাসেই তার পাশে থেকেছে—and will continue to.

সিস্টেমা, লায়ন কল্লোল লিমিটেডের একটি পণ্য, বর্তমানে দক্ষিণ ও উত্তর-পূর্ব এশিয়া সিমান্তে এবং বাংলাদেশে কোটি মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি