ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

‘বিএনপিতে গণজোয়ার নয়, গণভাটা চলছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ১২ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:২৩, ১২ ডিসেম্বর ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপিতে গণজোয়ার নয়, গণভাটা চলছে। মওদুদ আহমেদের বক্তব্য সঠিক নয়। সেখানে (নোয়াখালী) যা দেখলাম আমি বলবো নৌকার গণজোয়ার চলছে। কে কত সিট পাবে তা ৩০ ডিসেম্বর জনগণ জানিয়ে দেবে।’

আজ ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির প্রচার ও প্রকাশনা উপকমিটির প্রচার সভায় একথা বলেন তিনি।

নির্বাচনী প্রচারে বিএনপির গণজোয়ার নয় গণভাটা শুরু হয়ে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘মওদুদ উনি কিন্তু জমাতে পারছেন না। বিএনপির ভাঙা হাট কোথাও জমছে না। অথচ উনারা বলছেন গণজোয়ার; আমি বলছি এটাকে গণভাটা। বিএনপির এখন গণভাটা চলছে।’

কাদের বলেন, ‘দুটি হত্যাকাণ্ডেই বিএনপির জড়িত থাকার প্রমাণ আছে, অথচ তারা অভিযোগ করছে নিপীড়ন চলছে।’

মিডিয়ার একটি অংশ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘দুটি হত্যাকাণ্ড শিরোনাম হতে পারেনি, ফখরুলের গাড়িবহরে হামলা শিরোনাম হয়েছে।’


এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি