বিএনপির আন্দোলনের হুমকিতে মরা গাঙে জোয়ার আসবে না
প্রকাশিত : ১৪:২৬, ২৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:২৬, ২৭ জানুয়ারি ২০১৭
নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি নিয়ে বিএনপির আন্দোলনের হুমকির প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের মরা গাঙে আর জোয়ার আসবে না।
শুক্রবার সকালে সিরাজগঞ্জে পথসভায় এ’কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি এখন প্রেস ব্রিফিং নির্ভর, দলীয় কার্যক্রম পুরোপুরি নালিশ পার্টিতে পরিণত হয়েছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে দলের সকল স্তরের নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজকে অনুসরণ করার আহ্বান জানান তিনি। আগামী নির্বাচনের জন্য দলের কর্মীদের আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।
আরও পড়ুন