ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

বিএনপির নেতা দরকার তাই ড. কামালের ওপর ভরসা: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ১৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৪:১০, ১৭ অক্টোবর ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একের এক নেতা দুর্নীতি-সন্ত্রাসের দায়ে সাজা পাচ্ছে। তাঁদের শীর্ষ নেতারা বিভিন্ন গুরুত্বর অভিযোগে দণ্ডিত। এই মুহূর্তে তাদের দলে যোগ্য নেতা নেই, নেতা দরকার। তাই ড. কামালের ওপর নির্ভর করছে দলটি।

আজ বুধবার রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে। দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান ফেরারি আসামি। দলটিতে যোগ্য নেতার ভাটা পড়েছে। তাই ভাড়াটে নেতাদের ওপর নির্ভর করতে হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তিকে আগামী নির্বাচনে পরাজিত করা হবে। তাদের কোনো ঠাই হবে না।

বিএনপি সাম্প্রদায়িক রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির নেতৃত্বাধীন জোটে জামায়াতের মতো সাম্প্রদায়িক দল আছে, যে দলের নেতারা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত হয়েছেন।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে বিএনপির ঐক্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাই জনবিচ্ছিন্নদের নিয়ে জোট করছে। আদতে এগুলো নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

তিনি জাতীয় ঐক্যফ্রন্টকে জগাখিচুরি ঐক্য বলে উল্লেখ করেন। বলেন, এই ঐক্যে মানুষের আস্থা নেই। এই ঐক্য টিকবে না। 

প্রসঙ্গত, গত মঙ্গলবার গনফোরাম, নাগরিক ঐক্য, জাসদ ও বিএনপি মিলে জাতীয় ঐক্যফ্রন্ট নামে নতুন রাজনৈতিক মোর্চার ঘোষণা দেয়। এর সমালোচনা করছে আওয়ামী লীগ।

আরও পড়ুন:আরও পড়ুন: হাঁটু ভাঙা বিএনপি ঐক্য করেছে কোমর ভাঙা দলের বুড়ার সঙ্গে: কাদের

যুক্তফ্রন্টকে কৌশলে ঐক্যফ্রন্ট থেকে বের করে দেওয়া হয়েছে: কাদের

রতনে রতন চেনে শিয়ালে চেনে কচু: ড. কামালকে প্রধানমন্ত্রী

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি