ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

বিএনপির লোকজন অতিথি পাখির মতো : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৪, ১৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২২:৫০, ১৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-ঐক্যফ্রন্ট এখন মিডিয়ায় আছে, ভোটের মাঠে নেই। বিএনপির লোকজন শীতের অতিথি পাখির মতো। এরা শীত আসলে আসে, শীত শেষে চলে যায়। আজ সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) এর কবিরহাটের নবগ্রাম বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক ও উন্নয়নের প্রতীক। এই বিজয়ের মাসে নৌকার জয় হবেই। দলীয় লোক দিয়ে নয়, নোয়াখালী খালের পুনঃখননের কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হচ্ছে। অধিকাংশ এলাকার মানুষ শতভাগ বিদ্যুৎ পেয়েছে। সড়কের ব্যাপক উন্নয়ন হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির লোকজন শীতের অতিথি পাখির মতো। এরা শীত আসলে আসে, শীত শেষে চলে যায়। ধানের শীষেও এখন বিষে পরিণত হয়েছে।

পথসভায় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি