ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

বিএনপির ২৭৫ নেতাকর্মী গ্রেফতারের অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে হামলার ঘটনায় গত চারদিনে ২৭৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।  গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত ৩৫ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেছে দলটি।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গতকাল বৃহস্পতিবার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপুকে শাহবাগ থেকে ধরে নিয়ে গেছে র‌্যাব।

তিনি বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে ব্যাপকহারে গ্রেফতার করা হচ্ছে। এছাড়াও নেতাকর্মীদের বাসায় বাসায় লাগাতার তল্লাশি করা হচ্ছে। এ ঘটনায় দলের পক্ষ থেকে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে সরকারকে এ ধরনের হিংস্রতা থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া, আমিনুল ইসলাম, বেলাল আহমেদ, আবদুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার হাজিরা শেষে বাসায় ফেরার পথে হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে আটক তিন নেতাকে ছিনিয়ে নেয় বিএনপির নেতাকর্মীরা। ওই ঘটনায় দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে হুকুমের আসামি করে প্রায় ৮ শতাধিক অজ্ঞাত বিএনপি নেতাকর্মীর নামের পৃথক তিনটি মামলা দায়ের করেছে পুলিশ।

একে// এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি