বিএমইটি’র মহাপরিচালকের সঙ্গে দূর্নীতি দমন কমিশনের সাক্ষাত
প্রকাশিত : ২০:০৭, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ২০:০৭, ১৮ জানুয়ারি ২০১৭
অনিয়ম আর দুর্নীতির বিষয়ে জানতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি’র মহাপরিচালকের সঙ্গে সাক্ষাত করেছে দূর্নীতি দমন কমিশন।
বুধবার বেলা ১১টার কিছু পরে মহাপরিচালক মুনীর চৌধুরীর নেতৃত্বে দুদকের একটি প্রতিনিধি দল প্রবেশ করে প্রবাসী কল্যাণ ভবনে। পরে বিএমইটি’র মহাপরিচালক সেলিম রেজার সঙ্গে বৈঠক করেন তারা। বের হয়ে দুদক মহপরিচালক সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠানটি সম্পর্কে অনেক অভিযোগ রয়েছে, সেবাগ্রহণকারীরা যাতে যথাযথ সেবা পায় যেজন্য মহাপরিচালককে কিছু দিকনির্দেশনা দিয়েছেন তারা।
আরও পড়ুন