ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বিচারপতি ওয়াহহাব মিঞার পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০০, ২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২০:০৫, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা পদত্যাগ করেছেন। শুক্রবার (০২ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগপত্রটি বঙ্গভবনে পাঠিয়ে দেন। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বঙ্গভবনের কর্মকর্তারা তাঁর পাঠানো পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন।

আজ শুক্রবার দুপুরে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সৈয়দ মাহমুদ হোসেনকে। আগামীকাল শনিবার তিনি ২২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। 

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটিতে যাওয়া এবং পরবর্তীতে পদত্যাগের পর ওয়াহহাব মিঞা দায়িত্বরত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

চলতি বছরের ১০ নভেম্বর আবদুল ওয়াহ্‌হাব মিঞার অবসরে যাওয়ার কথা ছিল।

 

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি