ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিদেশী সহ সাম্প্রতিক সব হত্যাকান্ডের বিচারের ব্যবস্থা করা হবেঃ সৈয়দ আশরাফুল ইসলাম

প্রকাশিত : ১৮:৪৯, ২৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৪৯, ২৬ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

আইনি প্রক্রিয়ায় বিদেশী সহ সাম্প্রতিক সব হত্যাকান্ডের বিচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সহযোগি সংগঠনগুলোর নেতাদের সঙ্গে যৌথ সভা শেষে তিনি একথা জানান। বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের নতুন ভবন নির্মানের লক্ষ্যে আগামী ৩০ মে’র মধ্যে সহযোগি সংগঠনগুলোকে নিজ নিজ দায়িত্বে তাদের কার্যালয় স্থানান্তর করারও নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেপ্টেম্বর থেকে নতুন ভবনের নির্মান কাজ শুরু হওয়ায় ধানমন্ডিতে সভাপতির কার্যালয়ে দলীয় কার্যক্রম চলবে বলে জানান তিনি। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন এযাবতকালের মধ্যে সবচেয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলেও দাবি করেন সৈয়দ আশরাফ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি