ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে হরতালে রাজধানীতে তেমন প্রভাব পড়েনি

প্রকাশিত : ২০:০৭, ২৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ২০:০৭, ২৬ জানুয়ারি ২০১৭

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলসহ ৭ দফা দাবিতে ডাকা হরতালে রাজধানীতে তেমন প্রভাব পড়েনি। তবে, শাহবাগে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এই হরতালের ডাক দেয়। এদিকে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বাস্তবায়নের দাবিতে খুলনা-মংলা মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে মানববন্ধন করেছে দক্ষিণাঞ্চল উন্নয়ন পরিষদ। রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল সহ বিভিন্ন দাবিতে ডাকা হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয় হরতাল-সমর্থকরা। মিছিল নিয়ে শাহবাগে জাতীয় জাদুঘরের কাছাকাছি গেলে তাদের বাধা দেয় পুলিশ। এ’সময় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের দিকে সরে যায় হরতাল সমর্থকরা। জনগণের জানমালের নিরাপত্তায় পদক্ষেপ নেয়ার কথা জানালেন পুলিশ কর্মকর্তারা। পুলিশের হামলার প্রতিবাদে ২৮ জানুয়ারি সারাদেশে প্রতিবাদ- বিক্ষোভসহ বেশকিছু কর্মসূচির ঘোষণা দিয়েছে তেল গ্যাস, বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এদিকে, হরতাল সমর্থকদের উপর পুলিশের অভিযানের ছবি তোলার সময় সাংবাদিকের ওপর হামলা চালায় পুলিশ। এছাড়া, হরতালের সমর্থনে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল হয়েছে। অন্যদিকে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বাস্তবায়নের দাবিতে খুলনা-মংলা মহাসড়কে ছয় কিলোমিটার এলাকায় মানববন্ধন করেছে দক্ষিণাঞ্চল উন্নয়ন পরিষদ।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি