ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

বিনাপ্রয়োজনে সুপ্রিমকোর্টে প্রবেশে বারণ, লাগবে পরিচয়পত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ২১ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বিনা প্রয়োজনে বাংলাদেশ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে প্রবেশ না করার জন্য বলা হয়েছে। 

এ বিষয়ে সোমবার একটি বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মশিয়ার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিনা প্রয়োজনে বাংলাদেশ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে প্রবেশ না করতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করলে স্ব স্ব জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সাথে রাখতে বলা হয়েছে।’

আরও বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিমকোর্ট প্রশাসন ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত স্টিকার ছাড়া গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। অন্যথায় অবৈধ অনুপ্রবেশকারী গণ্য করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি