ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, হাসিনাসহ ৩ জনকে দুদকে তলব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ৭ মে ২০২৫

Ekushey Television Ltd.

বিমানবন্দরের উন্নয়ন কাজে হাজার কোটি টাকা আর্থিক অনিয়মের অভিযোগ অনুসন্ধানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, বিমান ও পর্যটনের সাবেক সচিব মোকাম্মেল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল ৮ মে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে।

আজ বুধবার (৭ মে) দুদকের জনসংযোগ শাখার উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

গত ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাঁদের আগামী ৮ মে সকাল সাড়ে ১০টায় দুদকে হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে।

আকতারুল আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া তলবের চিঠিটি সাবেক এই প্রধানমন্ত্রীর ধানমন্ডির সুধাসদনের ঠিকানা ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি