ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

বিমানবন্দর থেকে আরও ৩ জন সরাসরি হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ২০ মার্চ ২০২০ | আপডেট: ১৩:৪০, ২০ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও তিনজনকে সরাসরি কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দু’জন সৌদি ফেরত, অন্যজন মালয়েশিয়া ফেরত।

শুক্রবার বিমানবন্দরে নিয়মিত ব্রিফিংয়ে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান এ তথ্য জানান।

এর আগে গতকাল বৃহস্পতিবার তৌহিদ-উল-আহসান জানিয়েছিলেন, কয়েকটি দেশ থেকে আসা সাতজন বাংলাদেশি যাত্রীকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই সময়ে তিনি বলেছিলেন, গত ২-৩ দিনের গড় হিসাবে একদিনে সাত থেকে সাড়ে সাত হাজার যাত্রী আসছেন।

প্রসঙ্গত, এখন পর্যন্ত ১৭৯টি দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। সারাবিশ্বে ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০ হাজার ৪৮ জন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি