ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

বিশ্ব ‘মানসিক স্বাস্থ্য দিবস’ আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ১০ অক্টোবর ২০১৯ | আপডেট: ১০:২০, ১০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্ব ‘মানসিক স্বাস্থ্য দিবস’ আজ। সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশে প্রতি বছর ১০ অক্টোবর নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ।’

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে দেশব্যাপী সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে র‌্যালি, সেমিনার, আলোচনা সভাসহ নানা আয়োজন।

প্রসঙ্গত, ১৯৯২ সালে প্রথমবার দিবসটি পালন করা হয়েছিল। কিছু দেশে একে মানসিক রোগ সচেতনতা সপ্তাহের অংশ হিসাবে পালন করা হয়।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি