ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বিশ্ব রোবটিক্স চ্যাম্পিয়নশিপে টিম অ্যাটলাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪০, ২২ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২২:৪২, ২২ সেপ্টেম্বর ২০১৯

‘পঞ্চম বিশ্ব রোবট লিগ এবং বিশ্ব রোবটিক্স চ্যাম্পিয়নশিপ’-এ রোবো রেস চ্যালেঞ্জে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একমাত্র আমন্ত্রিত দল হিসেবে নির্বাচিত হয়েছে টিম অ্যাটলাস। রবিবার (২২ সেপ্টেম্বর) থেকে ভারতে শুরু হয়েছে এ প্রতিযোগিতা।

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৪০টি দেশ থেকে নির্বাচিত দলগুলো অংশ নিচ্ছে। সিফাত তন্ময় এবং সানি জুবায়েরের নেতৃত্বে টিম অ্যাটলাসের হয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় আরও আছেন মীর তানজীদ আহমেদ, মারুফ বিন ইসলাম, মীর সাজিদ হাসান ও মো.হায়দার আলী। 

তাদের এই যাত্রায় সহযোগিতায় রয়েছে ক্রিয়েটিভ আই টি ইনস্টিটিউট।

গত কয়েক বছর ধরে রোবটিক্সের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছে রোভার দল টিম অ্যাটলাস। দলটি আন্তর্জাতিক বিভিন্ন রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে এবং দেশের বিজ্ঞানের প্রসার দেশের বাইরেও প্রমাণ করতে সক্ষম হয়েছে। টিম অ্যাটলাস আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে পুরস্কার পাওয়ার সুবাদে বিশ্ব পরিসরেও পরিচিতি লাভ করে।

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি