ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ১৫ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

হাত ধোয়ার মতো সাধারণ অভ্যাস গড়ে তুলতে পারলে শিশুদের আমাশয়, টাইফয়েড, জন্ডিস, ডায়রিয়া ও কৃমির মতো রোগের সংক্রমণের আশঙ্কা কমে যায়। হাতের লোমকূপের গোড়ায় এক বর্গমিলিমিটার জায়গায় ৫০ হাজার জীবাণু থাকতে পারে, যা খালি চোখে দেখা যায় না। বিভিন্ন বস্তু স্পর্শ করার মাধ্যমে এসব জীবাণু হাতে আসে। এই হাতে অন্যজনকে স্পর্শ করলে, তার কাছেও জীবাণু ছড়ায়। তাই ময়লা-আবর্জনা স্পর্শ করার পর, হাত দিয়ে নাক ঝাড়ার আগে অবশ্যই ভালো করে ধুতে হবে। শৌচকর্মের পরে ও খাওয়ার আগে হাত জীবাণুমুক্ত করতে ধুতে হবে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী বিশ্বে ডায়রিয়া ও নিউমোনিয়ায় মারা যায় সবচেয়ে বেশি শিশু। নিয়মিত হাত ধুলে তাদের বড় একটি অংশ এসব রোগ থেকে রক্ষা পেতে পারে।

 

আর এ জন্যই সচেতনতা সৃষ্টিতে আজ সারাবিশ্বে পালন করা হচ্ছে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’। বাংলাদেশেও নানা কর্মসূচিতে দিবসটি পালিত হচ্ছে। রোগ প্রতিরোধে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়তে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০০৯ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি