ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বিশ্বে কোভিডে মৃত্যু ও আক্রান্ত বেড়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ২৬ আগস্ট ২০২২ | আপডেট: ০৯:০৯, ২৬ আগস্ট ২০২২

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৮ হাজার ২২৮ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ১৮ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৮৫ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় দেড়শ।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৩৯ লাখ ৪৪ হাজার ৮৫৪ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৮২ হাজার ২৯২ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৪৫ জনের এবং শনাক্ত হয়েছে ৫৯ হাজার ৭১৯ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ২১ হাজার ৩৯ জন এবং মৃত ১৯৭ জন। ইতালিতে আক্রান্ত ২৩ হাজার ৪৩৫ জন এবং মৃত্যু ৮৪ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৭ হাজার ২৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের। জাপানে মৃত ২৯৩ জন এবং আক্রান্ত ২ লাখ ৩৭ হাজার ৪১০ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৮৩ জন এবং আক্রান্ত ১৩ হাজার ৯৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৯১৯ জন এবং মৃত্যু হয়েছে ৭১ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ২ জন এবং ২৯ জনের মৃত্যু হয়েছে। নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০৮ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম কোভিড রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি