ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

বিশ্বের প্রথম রূপান্তরকামী রেফারির ম্যাচ পরিচালনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ২০ আগস্ট ২০১৮ | আপডেট: ১৭:৩৯, ২০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

রেফারি নিক পুরুষ থেকে নিজেকে বদলিয়েছেন আপাদমস্তক। নিপাট নারী শরীরের নিকের বর্তমান নাম লুসি ক্লার্ক। এমন রুপান্তরকামী রেফারি হয়েই পরিচালনা করেছেন ফুটবল ম্যাচ। বিশ্বে এমন ঘটনা প্রথম।

গতকাল রবিবার ইংল্যান্ডের ঘরোয়া লীগে রেফারির দায়িত্ব পালন করেন নিক ওরফে লুসি ক্লার্ক। গত এক বছরে কমপক্ষে একশ ম্যাচে রেফারি ছিলেন তিনি। এছাড়াও ইংল্যান্ডের জাতীয় অনুর্ধ্ব-১৯ দলের একটি ম্যাচও পরিচালনা করেছিলেন তিনি।

রেফারির পাশাপাশি ট্যাক্সি চালানো নিক প্রায় দুই দশক আগে বুঝতে পারলেন যে, তার মধ্যে নারীসত্ত্বা সুপ্ত আছে। জানালেন স্ত্রীকে। বন্ধুমহলে প্রায়ই অপদস্ত হলেও পাশে পেয়েছেন সহধর্মিণীকে। পরিস্থিতি এতটা জটিল আকার ধারণ করে যে, আত্মহত্যার চিন্তাও মাথায় এনেছিলেন তিন সন্তানের বাবা নিক।

তবে ধীরে ধীরে বৈরি পরিবেশে নিজেকে মানিয়ে নিতে শেখেন নিক। তিনি জানান, অনেকদিন থেকেই লিঙ্গ পরিবর্তনের কথা ভাবছিলেন তিনি। কয়েকবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে পিছিয়ে আসলেও শেষমেষ লিঙ্গ পরিবর্তন করেই ফেলেন।     

লিঙ্গ পরিবর্তনের পরেও রেফারিং করা চালিয়ে যান নিক। নারী গঠনের শরীরেও চাইতেন পুরুষদের ফুটবল ম্যাচ পরিচালনার। আর গতকাল রবিবার সেই ইতিহাসই গড়েন তিনি। বিশে প্রথমবারের মতো পুরুষ থেকে নারীতে রূপান্তর হওয়া নিক ফুটবল ম্যাচে রেফারিং করেন।

এ বিষয়ে উত্তেজিত নিক বলেন, “প্রথমে দুশ্চিন্তাই হচ্ছিল। আমায় দেখে দর্শকদের প্রতিক্রিয়া কী হবে। এত বড় সত্যিটা নিজের কাছেও এতকাল গোপন রেখেছিলাম। তবে এটাই আসল আমি। তাই যে কোনও কটাক্ষের সম্মুখীন হতে আমি প্রস্তুত। ঠান্ডা মাথায় সব ধরনের পরিস্থিতি সামাল দেব।”

আর এভাবেই মনের কথা শুনতে অন্যকেও অনুপ্রাণিত করছেন তিনি। লুসির এমন সিদ্ধান্তে তাঁর পাশে দাঁড়িয়েছে স্থানীয় ফুটবল সংস্থাও। সেই কারণেই পুরুষদের ম্যাচে তাঁর রেফারিং করতে কোনও বাধা নেই।

সূত্রঃ ইন্টারনেট

//এস এইচ এস//

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি