ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

বিশ্বের সেরা ১০ ম্যাজিক ট্রিকস (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ৭ আগস্ট ২০১৮ | আপডেট: ১০:০৮, ১৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ছেলেবেলা থেকেই প্রত্যেকের ম্যাজিকের প্রতি এক আলাদা আকর্ষণ রয়েছে। কখনও কোনও মহিলা শূন্যে ভাসছে, আবার কখনও দেখা যায় ম্যাজিশিয়ানের শরীর কেটে দু’ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু, কীভাবে হয় এসব, তা নিয়ে প্রশ্ন থাকলে উত্তর খোঁজা বেশ মুশকিল।

বলা হয়, আসলে ম্যাজিশিয়ানরা নাকি মানুষের চোখ একটা ‘ইলিউশন’ তৈরি করে, আর তার মধ্যেই মুহূর্তে ভ্যানিশ হয়ে যায় দৃশ্যমান জিনিসপত্র। যুগ যুগ ধরে হয়ে আসা এসব ম্যাজিকের এক বিশেষ পন্থা তো নিশ্চয় আছে, তবে সেসব গোপনেই রাখেন যাদুবিদ্যার অধিকারীরা।

এই ভিডিওতে সে রকমই কিছু ম্যাজিকের রহস্যের সমাধান করতে পারবেন। বিশ্বের সব থেকে বিখ্যাত ১০ ম্যাজিকের ট্রিকস জানতে পারবেন আপনি। যেমন ধরা যাক, শূন্যে ভাসা যায় কীভাবে। আগুন থেকে পায়রা বেরিয়ে আসে কীভাবে, ইত্যাদি।

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি