ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

বিষ প্রয়োগে এক বিঘা জমির ধান নষ্টের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৫, ২৪ অক্টোবর ২০২০

জমি নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা গ্রামে আবাদকৃত প্রায় এক বিঘা জমির ধান নষ্ট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  

ক্ষতিগ্রস্ত ধান ক্ষেতের মালিক মৃত হাসিম আলীর ছেলে ইউসুফ আলী অভিযোগ করে বলেন, পৈত্রিক ভাগবাটোরায় আমি দীর্ঘ এক যুগের উপর সময় ধরে এ জমি আবাদ করে আসছি। গত কিছুদিন থেকে আমার আপন ছোট ভাই আব্দুল মান্নান এ জমির মালিকানা দাবী করে আসছে। পৈত্রিক বাটোরোয়া ও আইনি প্রক্রিয়ায় আমার সাথে না পেরে গায়ের জোড়ে জমিটি দখলের পায়তারা শুরু করছে এবং জমি দখলের পায়তারার অংশ হিসেবে আমার ছোট ভাই এ ঘটনা ঘটিয়েছে। 

এভাবে তার কষ্টের ফসল ক্ষতি সাধনের সঠিক তদন্তসহ জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
তিনি জানান, একই কারণে এর আগে রোপনের পর ধানের চারা গুলো উপড়ে ফেলা হয়েছিল। পরে আবার তা রোপন করা হয়। আবাদকৃত সেই ক্ষেতে বিষাক্ত কীটনাশক ছিটিয়ে এ ধান নষ্ট করা হয়েছে। এতে তার প্রায় ত্রিশ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানান।

উপজেলা কৃষি অফিস জানায়, এ ক্ষেতের ধান কোন পোকামাকড় বা কারেন্ট পোকার আক্রমণে নষ্ট হয়েছে বলে মানুষ প্রথমে ধারণা করেছিল। তবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি ক্ষেতে বিষাক্ত কীটনাশক ছিটিয়ে নষ্ট করা হয়েছে।
এব্যাপারে অভিযুক্ত আব্দুল মান্নানের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি