ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

বিয়ের গাউন সিমেন্টের ব্যাগ দিয়ে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১৭ অক্টোবর ২০১৮

বিয়ের পোশাক জীবনে সাধারণত একবারই পরা হয়। বর্নিল সাজে অতিথিদের সামনে হাজির হয় বর কণে। পুরো আয়োজনে অতিথিদের আকর্ষণের অনেক বস্তু থাকলেও কণের পোশাকের প্রতি কমবেশি সবারই আলাদা নজর থাকে।

আর সে পোশাকই যদি ‘ব্যতিক্রম’ কিছু হয় তাহলে তো চোখ তোলারই জো নেই। এমনটিই হয়েছে চীনের প্রত্যন্ত একটি গ্রামে।

২৮ বছর বয়সী তান লিলি নামে এক তরুণী সিমেন্টের ব্যাগ দিয়ে বিয়ের পোশাক তৈরি করে বেশ আলোচিত হয়েছেন। পোশাকটি তৈরিতে সিমেন্টের ব্যাগ ব্যবহার করা হয়েছে ৪০টি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার ইউনিক পোশাকের সেই ছবি।

বাড়ি তৈরির পর তান লিলি’র ঘরে ৪০টি সিমেন্টের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো। বৃষ্টিস্নাত এক বিকেলে হঠাৎ খেয়ালের বশে তিনি ওই সিমেন্টের ব্যাগ দিয়ে গাউন আকৃতির একটি বিয়ের পোশাক তৈরি করে ফেলেন। এরপর সেই পোশাক পরিহিত ছবি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে দেন। যা এখন আলোচিত।

১৮ বছর বয়সে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া তানের বাবা চার বছর আগে ক্যান্সারে মারা যান। গত বুধবার (২৬ সেপ্টেম্বর) বৃষ্টি থাকায় মাঠে না গিয়ে চোখের সামনে পড়ে থাকা সিমেন্টের ব্যাগ দিয়ে মাত্র তিন ঘণ্টায় বিয়ের এ পোশাকটি তৈরি করে ফেলেন।

সূত্র: সিনহুয়া।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি