ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে যান সন্তানরা, এখন হাসপাতালই তার ঠিকানা

প্রকাশিত : ১২:৫৭, ৩০ মে ২০১৬ | আপডেট: ১২:৫৭, ৩০ মে ২০১৬

Ekushey Television Ltd.

সন্তানরা রাস্তায় ফেলে যান বৃদ্ধা মা, নূরজাহান বেগমকে। দুই মাস ধরে হাসপাতালই এখন তার ঠিকানা। গেলো ১৮ এপ্রিল রাস্তা থেকে উদ্ধারের পর এখনো তার কোনো স্বজন খোঁজ নিতে আসেনি। মাস দুই আগে এক ঝড়ের রাতে, নারায়ণগঞ্জের তামাকপট্টি এলাকায় নূরজাহান বেগমকে রাস্তায় ফেলে যায়, তাঁর সন্তানেরা। পরে চার যুবক উদ্ধার করে বৃদ্ধা এই মাকে ভর্তি করেন নারায়ণগঞ্জ সদর হাসপাতালে। গত দু’মাসে  তাঁর খোঁজ নিতে আসেনি আত্মীয়রা। তবে স্বজনেরা খোঁজ না নিলেও, এই বৃদ্ধ মায়ের প্রতি সহানুভূতির হাত বাড়িয়েছেন অনেকে। প্রথমদিকে কিছুটা কথা বলতেও পারলেও, এখন আস্তে আস্তে স্মৃতি শক্তি হারিয়ে ফেলছেন, নূরজাহান বেগম। সন্তানরা ফেলে দিলেও জীবনের শেষ সময়টুকু এই মা ভালো থাকবেন এমটাই প্রত্যাশা সবার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি