ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বেলকুচিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ২৭ অক্টোবর

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৪, ১৮ অক্টোবর ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বেলকুচি উপজেলার মেঘুল্লায় যমুনা বক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

রোববার ( ২৭ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সকলের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তের কথা জানান জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। 

তিনি জানান, প্রতি বছরের ন্যায় জেলা পরিষদের উদ্যোগে এবারো নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। তবে এবারের উৎসব ভিন্ন আমেজের হবে। স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের এই আয়োজন বর্ণাঢ্য নতুন মাত্রা যোগ করবে। 

প্রতিযোগিতায় যারা অংশ নেবে তাদেরকে আগামী ২৬ অক্টোবরের মধ্যে মেঘুল্লা নাজমুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মো. নজরুল ইসলাম এর সাথে ০১৭০৫-২৭৩৪৭৭ নম্বর মোবাইলে যোগাযোগ করতে হবে। 

এ প্রতিযোগিতায় সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা সহ আশপাশের জেলার অগনীত পানসী, কোষা, খেলনা নৌকার সমাবেশ ঘঠবে। শুধু তাই নয়, পুরো বাইচ এলাকাজুড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত ব্যানার, ফেস্টুন দিয়ে শোভাবর্ধন ও নানাভাবে জাতির জনকের জীবন চিত্রও ফুটিয়ে তোলা হবে।

জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মাসিক সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী ইফতেখার উদ্দিন শামীম, জেলা পরিষদ সদস্য শাহজাহান আলী মিয়া, গাজী গোলাম মোস্তফা, রেফাজ উদ্দিন, ইচাহাক উদ্দিন সরকার, গোলাম রব্বানী, রফিকুল ইসলাম গণি মোল্লা, সেলিনা পারভীন পান্না, নাসরিন ইসলাম, নুরুল ইসলাম সজল প্রমুখ। 
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি