ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

বেসিক ব্যাংকের ইসলামপুর শাখা লকডাউন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ১ জুন ২০২০

Ekushey Television Ltd.

বেসিক ব্যাংকের রাজধানীর ইসলামপুর শাখা লকডাউন করা হয়েছে। শাখা ব্যবস্থাপকসহ নয় কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকটি অবরুদ্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে এ শাখায় সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আলম।

তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারীর এই পরিস্থিতিতে ইসলামপুর শাখার কর্মকর্তা-কর্মচারীসহ গ্রাহকদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে রোববার থেকে শাখাটি ‘লকডাউন’ করা হয়েছে। আমাদের ব্যাংকের মোট ২২ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৫ জন সুস্থ হয়ে উঠেছেন।’

জানা যায়, শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। 

ব্যাংকের এক পরিপত্রে গ্রাহকদের ইসলামপুরের পাশের কোনো শাখায় প্রয়োজনীয় লেনদেন করতে অনুরোধ করা হয়েছে। পরিপত্রটিতে বেসিক ব্যাংকের শাখা তদারকি বিভাগের উপ মহাব্যবস্থাপক মাহাবুবুল আলমের স্বাক্ষর রয়েছে। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি