বেড়েছে চালের দাম, কমেছে আলু ও পেঁয়াজের দাম
প্রকাশিত : ১৪:৩১, ১৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৩১, ১৩ জানুয়ারি ২০১৭
রাজধানীর বাজারে আবারো বেড়েছে চালের দাম। গত সপ্তাহের তুলনায় সব ধরণের চালের দাম কেজিতে বেড়েছে দুই টাকা করে। তবে, সহনীয় রয়েছে সবজির দাম। ডাল, তেলের দাম আগের মতো থাকলেও, কমেছে আলু ও পেঁয়াজের।
শীতকালীন সবজিতে সয়লাব রাজধানীর বাজার।
দামও সহনীয়। প্রতিকেজি টমেটো ৩০ থেকে ৪০, আর বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। ভালমানের ফুলকপি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়।
শীতকাল হওয়ায় বাজারে খাল, বিল, নদীর মাছ অনেক। দামও তুলনামূলক কম। ভালমানের চিংড়ী সাড়ে ৫শ’ টাকা, কোড়াল ৫শ’, কাতাল ৩শ’ থেকে সাড়ে ৩শ’ টাকায় বিক্রি হচ্ছে।
তবে, কমেছে আলু আর পেঁয়াজের দাম। দেশী পেঁয়াজ ৩০ আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে।
গরুর মাংস সাড়ে ৪শ’, খাসির মাংস ৭শ’ এবং ব্রয়লার মুরগীর মাংস ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে, গত সপ্তাহের তুলনায় সব ধরনের চালের দাম বেড়েছে।
সয়াবিন তেল ও সব ধরনের ডালের দাম রয়েছে আগের মতোই।
আরও পড়ুন