ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বোরো চাষের ভরা মওসুমে ব্যস্ত সময় পার করছেন চাষীরা

প্রকাশিত : ১৩:৪৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৪৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বোরো চাষের ভরা মওসুমে দেশের বিভিন্ন স্থানে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। সেচ-নির্ভর এই আবাদে চাষীরা সবচে’ বেশি চিন্তিত বিদ্যুৎ নিয়ে। সার, কীটনাশক ও জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক এবং মূল্য স্থিতিশীল রাখার দাবি জানিয়েছেন কৃষকরা। আবহাওয়া অনুকূল থাকলে ভালো ফলনের প্রত্যাশা তাদের। বোরো আবাদের ভরা মওসুম। মাঠে ব্যস্ত কিষাণ-কিষাণী। কাক ডাকা ভোর, মধ্যদুপুর কিংবা সন্ধ্যা। সিরাজগঞ্জে এবার লক্ষ্যমাত্রার চেয়ে ১ লাখ ৪৪ হাজার হেক্টর বেশি জমিতে বোরো আবাদ হচ্ছে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূল বলে জানান চাষীরা। তবে খরচ বাঁচাতে ডিজেলে ভর্তুকির দাবি সেচ পাম্প মালিকদের। আর চাষীদের সব ধরনের সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। মাঠ তৈরি, বীজ তোলা ও ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছে লক্ষ্মীপুরের চাষীরা। জেলায় এ বছর ২৭ হাজার ৬৬৮ হেক্টর জমিতে ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তবে সেচ খরচ, সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় চিন্তিত কৃষক। আমনের ফলন ও দাম ভালো পাওয়ায় এবছর বোরো আবাদে বেশ উৎসাহ নিয়ে জমিতে নেমেছেন বৃহত্তর দিনাজপুরের চাষীরা। গ্রামের নারী-পুরুষ সবাই ব্যস্ত কৃষি কাজে। তবে সেচনির্ভর ফসল বোরো চাষে বিদ্যুৎ সরবারহ নিয়ে শংকায় কৃষক। তবে, সেচ ও সার সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুতির কথা জানায় কৃষি বিভাগ। শীতকালীন সবজির পর এবার বোরো আবাদে ব্যস্ত নওগাঁর চাষীরাও।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি