ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক বৈশ্বিক সূচকগুলোতে বাংলাদেশকে ব্যাপক উন্নতি করতে হবে

প্রকাশিত : ১৯:৩৩, ২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩৩, ২ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক বৈশ্বিক সূচকগুলোতে বাংলাদেশকে ব্যাপক উন্নতি করতে হবে বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- ডিসিসিআই। রাজধানীতে সংবাদ সম্মেলনে ২০১৭ সালের জন্য নিজেদের কর্মপরিকল্পনা তুল ধরেন ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাসেম খান। তিনি বলেন, দেশে আশানুরুপ বিদেশি বিনিয়োগ হচ্ছে না। ডিসিসিআই মনে করে, অবকাঠামো উন্নয়ন, ব্যবসা পরিচালনায় ব্যয় কমানো, জ্বালানি নিরাপত্তা ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করাই সামনের দিনগুলোতে বড় চ্যালেঞ্জ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি