ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের মহোৎসব
প্রকাশিত : ১৫:০৮, ৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:০৮, ৩ ফেব্রুয়ারি ২০১৭
আইনি জটিলতায় ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের মহোৎসব চলছে। জামালপুর শহরের ফেরিঘাট থেকে সদরের পিয়ারপুর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে অবৈধভাবে বালু তুলছে স্থানীয় প্রভাবশালীরা। এতে ব্রহ্মপুত্র সেতুসহ নদীর তীরের ফসলী জমি ভাঙ্গনের শিকার হওয়ার আশঙ্কা স্থানীয়দের।
২০০১ সালে তখনকার সরকারি দলের কয়েকজন প্রভাবশালী নেতা খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন শুরু করে। ২০০৬ সালে বালুমহালগুলো জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে দেয়া হয়। তবে মামলার কারণে বন্ধ হয়ে যায় নতুন করে বন্দোবস্ত দেয়ার প্রক্রিয়া।
কিন্তু থামেনি বালু উত্তোলন। প্রভাব খাটিয়ে ব্রহ্মপুত্র সেতুর কাছাকাছিসহ নদের বিভিন্ন স্থান থেকে দেদারসে তোলা হচ্ছে বালু। অবৈধ বালু উত্তোলনে বিভিন্ন যুক্তিও দাঁড় করাচ্ছেন কেউ কেউ।
এদিকে বালু উত্তোলনের ফলে বিস্তীর্ণ এলাকাজুড়ে নষ্ট হচ্ছে ফসলী জমি। ভাঙনের হুমকির মুখে নদী তীরবর্তী বাড়ি-ঘর-স্থাপনা।
মামলার কারণে ব্যবস্থা নেয়া না গেলেও অচিরেই বালু তোলা বন্ধে ব্যবস্থা নেয়ার কথা বললেন স্থানীয় প্রশাসন।
অবৈধ বালু তোলা বন্ধ করে নদী ও আশপাশের ভূমি রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের।
আরও পড়ুন