ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় সহস্রাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৮, ২৮ ফেব্রুয়ারি ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষুধ ও চশমা প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার দিনব্যাপী আশুগঞ্জের নাওঘাটে আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশন ও মাজহারুল হক বি এন এস বি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে চোখের ছানির অপারেশন ও লেন্স লাগানোসহ সকল প্রকার চক্ষুসেবা দেয়া হয়। 

ডা. এম এ আফজাল ভূঁইয়া কাওছারের সার্বিক সহযোগীতায় এ কার্যক্রমে মাজহারুল হক বি এন এস বি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার আবু জাফরের নেতত্বে ১০ জন চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা অত্র এলাকার বিভিন্ন গ্রামের প্রায় সহস্রাধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। 

এ সময় আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ভূঁইয়া, এক্সিকিউটিভ চেয়ারম্যান ও পানি বিজ্ঞানী ড. সাদিকুল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা সদস্য অধ্যাপক মাহফুজা খানম, কামরুজ্জামান ভূঁইয়া, নূরুজ্জামান ভূঁইয়া, তারিকুল ইসলাম সেলিমসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি