ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ব্রেক্সিট ইস্যুতে যুক্তরাজ্যের ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

প্রকাশিত : ১৪:২৯, ২৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:২৭, ২৭ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ব্রেক্সিট ইস্যুতে যুক্তরাজ্যের ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন লেবার পার্টির নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। স্থানীয় সময় বৃহস্পতিবার লেবার পার্টির প্রধান জেরেমি করবিনের কাছে লিখিত চিঠিতে পদত্যাগের বিষয়টি জানান তিনি। এতে তিনি বলেন, গণভোটে তার নির্বাচনী এলাকার ৭৫ শতাংশ মানুষ ব্রেক্সিটের বিপক্ষে রায় দিয়েছিল। এখন পার্লামেন্টে ব্রেক্সিটের পক্ষে ভোট দেয়া তার জন্য বিশ্বাসঘাতকতার শামিল হবে। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন থেকে থেকে যুক্তরাজ্যের সরে আসার প্রক্রিয়া শুরুর অনুমোদন চেয়ে পার্লামেন্টে বিল উত্থাপন করে সরকার। এরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানান টিউলিপ। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের এই এমপি ছায়া মন্ত্রণালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার দায়িত্বে ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি