ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৫, ৩০ নভেম্বর ২০২০

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোরকান শেখের বিরুদ্ধে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন খড়রিয়া গ্রামের বাসিন্দা জারজিদ মোল্লা।

অভিযোগে জানা গেছে, পেড়লী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোরকান শেখ ক্ষমতার অপব্যবহার করে ভিজিডির কার্ডধারী খড়রিয়া গ্রামের আরসিনা বেগম, শিখা রাণী, ফিরোজা বেগম এবং পেড়লী গ্রামের রিমার কার্ডের অনুকূলে বরাদ্দকৃত চাল আত্মসাত করেছেন।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোরকান শেখ বিএনপি নেতা থেকে হঠাৎ করে আওয়ামী লীগে যোগ দিয়ে এলাকায় প্রভাব বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করছেন। এই হাইব্রিড নেতার কারণে আওয়ামী লীগের সুনাম ও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। 

এ ব্যাপারে পেড়লী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোরকান শেখ বলেন, আমি চাল আত্মসাৎ করিনি। প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি