ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ভাষাসংগ্রামী অলি আহাদের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮, ২০ অক্টোবর ২০১৮

ভাষাসংগ্রামী অলি আহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের ২০ অক্টোবর তিনি ইন্তেকাল করেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে ১৯২৮ সালে জন্মগ্রহণ করেন তিনি।

ভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে ১৯৪৮ সালের ২৯ মার্চ তৎকালীন সরকার তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের জন্য বহিস্কার করে। পরে ২০০৪ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আদেশ প্রত্যাহার করে নেয়।

রাজনৈতিক জীবনের শেষ দিকে তিনি ডেমোক্রেটিক লীগ নামে একটি দল গঠন করেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৪ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। অলি আহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করবে আজ।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি