ভাষাসংগ্রামী ডি এ রশীদের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ০৯:৪৮, ২৬ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:৪৯, ২৬ জানুয়ারি ২০১৯
ভাষাসংগ্রামী ও সাংবাদিক ডি এ রশীদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় শহীদ দিবস উদযাপনকালে তিনি কারারুদ্ধ হন। ১৯৫৬ সালে তার সম্পাদনায় একুশের সংকলন প্রকাশিত হয়, যা একুশের দ্বিতীয় সংকলন হিসেবে পরিচিত।
তিনি ১৯৫৮ সালে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। বিভিন্ন সময় দৈনিক সংবাদ ও অধুনালুপ্ত সাপ্তাহিক পূর্বদেশের চিফ রিপোর্টার এবং বিজেএমসির অধীন বিভিন্ন পাটকলে দায়িত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন তিনি।
তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হন। যুগান্তরের সম্পাদকীয় বিভাগের প্রধান আসিফ রশীদ তার দ্বিতীয় ছেলে।
ডি এ রশীদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে।
এসএ/










