ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

ভাসানচরে রোহিঙ্গা দু’পক্ষে সংঘর্ষ, হাতের কব্জি কর্তনসহ জখম ৪

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ০৭:৪৪, ৩ জুন ২০২১

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একজনের হাতের কব্জি কর্তনসহ দুই পক্ষের চারজনকে কুপিয়ে জখম করা হয়। 

বুধবার(২ জুন) সকালে ১১ ও ১২নং ক্লাস্টারের মধ্যে এই ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হচ্ছেন- সিরাজুল ইসলাম, হাসমত উল্লাহ, আব্দুল মোতালেব ও আনিকা (৯ মাস)।

নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভাসানচরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি