ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ভিডিও কনফারেন্সে মামলার কার্যক্রম,খালেদার আইনজীবীর বিরোধিতা(ভিডিও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াসহ অন্য আসামীদের জামিন ২২ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে আদালত। মামলার যুক্তিতর্ক উপস্থাপনের কার্যক্রমও ওইদিন পর্যন্ত মুলতবি করা হয়েছে। অসুস্থতার কারণে আজও কারাগার থেকে খালেদা জিয়াকে আদালতে নেয়া হয়নি। আগামীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার কার্যক্রম চালানোর আবেদন করার কথা জানিয়েছেন দুদকের আইনজীবী। তবে এর বিরোধিতা করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পুরোনো ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার যুক্তিতর্ক শুনানির দিন থাকলেও অসুস্থতার কারণে হাজির করা হয়নি মূল আসামী বেগম খালেদা জিয়াকে।

অসুস্থ থাকার বিষয়টি আদালতের সামনে তুলে ধরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করার আবেদন করার কথা জানান দুদকের আইনজীবী।

তবে খালেদা জিয়ার আইনজীবীরা ভিডিও কনফারেন্সের এ পক্রিয়ার বিরোধিতা করেন। মামলা একমাস পেছানোর আবেদন করেন তারা। মামলার পরবর্তী তারিখ আগামী ২২ এপ্রিল পূন:নির্ধারণ করেছেন আদালত।

৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে এ মামলায় এরই মধ্যে যুক্তিতর্ক শেষ হয়েছে। চলছে আসামী পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি