ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে কমপক্ষে ৮ জনের মৃত্যু

প্রকাশিত : ১৩:৫৬, ১৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৫৬, ১৫ জানুয়ারি ২০১৭

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছে প্রায় একশ মানুষ। ইতালির কোস্টগার্ড জানিয়েছে, গত রাতে লিবিয়া উপকূল থেকে ৫০ কিলোমিটার দূরে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৮ জনের মরদেহ ও ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো একশজন। তাদের উদ্ধারে ইতালির কোস্টগার্ডের সঙ্গে যোগ দিয়েছে ফরাসি নৌবাহিনী। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। নিহতরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি। জাতিসংঘ বলছে, গত দুই সপ্তাহে এক হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি