ভৈরবের ভবানীপুরে দু’ দল গ্রামবাসীর সংর্ঘষে ৩০ জন আহত
প্রকাশিত : ১১:০৫, ৩১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:০৫, ৩১ জানুয়ারি ২০১৭
ভৈরবের ভবানীপুরে দু’ দল গ্রামবাসীর সংর্ঘষ ৩০ জন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে বাড়িঘর।
পুলিশ জানায়, ভবানীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার জয়নাল মেম্বার ও হুমায়ুন গ্র“পের মধ্যে দীঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সকালে গ্রামবাসিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় লাঠিসোটা নিয়ে পাল্টপাল্টি হামলা চালায় তারা। আহত হন দুপক্ষের অন্তত ৩০ জন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন