
ভোট নামের প্রহসনে জনগণ আতঙ্কিত ও ক্লান্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ’সব কথা বলেন তিনি। রিজভী বলেন, প্রথম দুই দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট ডাকাতির পর চতুর্থ দফার নির্বাচনের আগে দেশব্যাপী ভয়াবহ সশস্ত্র তান্ডব শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, দুই দফার নির্বাচনে এ’ পর্যন্ত ৪৫ জন নিহত ও পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।