ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

মংলা বন্দরে ডুবে গেছে লাইটারেজ জাহাজ, ১২ নাবিককে জীবিত উদ্ধার

প্রকাশিত : ১৩:৪৫, ১৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৪৫, ১৩ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

মংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় ১ হাজার ১০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে গেছে একটি লাইটারেজ জাহাজ। এসময় জাহাজে থাকা ১২ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ ও জাহাজ মালিক জানান, দুপুরে ইন্দোনেশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি লেডি মেরী থেকে কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়া যাচ্ছিল এম ভি আইচগাতি। হিরণ পয়েন্টে স্রোতের তোড়ে তলা ফেটে ডুবে যায় ওই লাইটারেজ। এসময় পাশের জাহাজের নাবিকরা ডুবে যাওয়া জাহাজের ১২ নাবিককে উদ্ধার করে। এদিকে জাহাজডুবির ঘটনায় চ্যানেল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি