ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মংলায় প্রকল্প বাস্তবায়নে বিলম্ব, দেখা দিয়েছে খাবার পানির সংকট

প্রকাশিত : ১০:০১, ২৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:০১, ২৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

মংলা পৌরসভায় লবণাক্ত পানি শোধন প্ল্যান্টের দ্বিতীয় ধাপে সক্ষমতা বাড়ানোর কাজ নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। এ’ নিয়ে শঙ্কায় পড়েছেন বাসিন্দারা। প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য জনস্বাস্থ্য বিভাগের বেপরোয়া দুর্নীতিকে দুষছে পৌর কর্তৃপক্ষ। বাগেরহাটের মংলা পৌরসভায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য কুমারখালীতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু হয় ২০১০ সালে। বিশাল জলাধারে বৃষ্টির পানি সংরক্ষণ ও তার সাথে নদী থেকে নেয়া লবণাক্ত পানি ডিসল্টিনেট করে, প্রতি ঘন্টায় সরবরাহ করা হয় দুই লাখ লিটার বিশুদ্ধ খাবার পানি। চাহিদা না মেটায় প্রকল্পের সক্ষমতা বাড়াতে ২০১৪ সালে দ্বিতীয় ধাপে আরো একটি জলাধার খননের উদ্যোগ নেয়া হলেও যথাসময়ে কাজ শেষ হয়নি। এ’ অবস্থায় বিশুদ্ধ পানির সংকটে পড়েছে অন্তত ৫০ হাজার মানুষ। ৪২ একর জমির ওপর ১৯ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্পটি নির্দিষ্ট সময়ে বাস্তবায়ন না হওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের দুর্নীতিকে দায়ি করেছে মংলা পৌরসভা কর্তৃপক্ষ। তবে, প্রকল্প সংশ্লিষ্টরা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে মংলা পৌর এলাকায় সাড়ে ১০ হাজার পরিবারের মধ্যে বিশুদ্ধ পানি পাচ্ছে মাত্র দুই হাজার পরিবার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি