ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

মঙ্গল যাত্রার প্রস্তুতি হিসেবে ১ বছরের মিশন সম্পন্ন

প্রকাশিত : ০৯:০৪, ২৯ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:১১, ৩০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

মঙ্গল যাত্রার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে থাকা ছয়জনের এক বছরের মিশন শেষ হয়েছে। মঙ্গল গ্রহের তাপ, চাপ ও আবহাওয়া বিবেচনায় রেখে হাওয়াইয়ের একটি মৃত অগ্নেয়গিরির পাশে নাসার তৈরি গম্বুজে ছিলেন তারা। মিশন শেষে এখন মঙ্গলযাত্রার জন্য প্রস্তুত তারা। গবেষকদের মতে, মঙ্গলে নাসার মানুষ পাঠানোর মিশন এক থেকে তিন বছরের মধ্যে শুরু। ২০১৫ সালের ২৯ আগস্ট। মঙ্গল গ্রহে বসবাসের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ছয়জন। মঙ্গলের সঙ্গে খাপ খাইয়ে নিতে বৈরি পরিবেশের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটির একটি মৃত আগ্নেয়গিরিকে বেছে নেয় নাসা। মঙ্গল গ্রহের তাপ, চাপ ও আবহাওয়া বিবেচনায় রেখে একটি গম্বুজ তৈরি করে নাসা। ৩৬ ফুট ব্যাস এবং ২০ ফুট উচ্চতার গম্বুজটিতে এক বছর ধরে ছিলেন তারা। সেখানে ছিলোনা বিশুদ্ধ বাতাস ও তাজা খাবার। গম্বুজের বাইরে আসতে তাদের পরতে হয়েছে নভোচারীর পোশাক। মঙ্গল মিশনের জন্য প্রস্তুত করা এই ছয়জন হলেন ফ্রান্সের একজন মহাকাশ জীববিজ্ঞানী, জার্মানির একজন পদার্থবিদ এবং যুক্তরাষ্ট্রের চারজন, যাদের মধ্যে রয়েছেন পাইলট, স্থপতি, সাংবাদিক এবং ভূতাত্ত্বিক। তাদের শরীর ও মনের জোর বাড়াতে মঙ্গল গ্রহের অনুরূপ ওই পরিমণ্ডলে বাসের অভিজ্ঞতাকে কাজে লাগাতেই হাওয়াইতে রাখা হয় তাদের। প্রস্তুতি শেষ, এখন মঙ্গল যাত্রার অপেক্ষায় তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি