ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

সমাজকল্যাণমন্ত্রী

‘মদিনা সনদেই মহানবী (সা.) ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২১ নভেম্বর ২০১৮

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘মহানবী (সা.) মদিনা সনদের মাধ্যমেই বিশ্বে প্রথম ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন।
তিনি বলেন, কিন্তু কিছু মুসলিম নামধারী আজ ধর্মকে পুঁজি করে বিশ্বব্যাপী ধর্মান্ধতা ছড়িয়ে দিতে তৎপর রয়েছে। ধর্মের নামে মানুষ হত্যা করছে।’
তিনি আজ বুধবার সকালে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে আশেকানে মাইজভান্ডারি এসোসিয়েশন আয়োজিত ‘পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবি উদযাপন’ অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হামিদুল হক শামীমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও অন্যান্য ওলামায়ে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহ সুফি ছৈয়দ মুজিবুল বশর।
মন্ত্রী বলেন, তারা (মুসলিম নামধারী) মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছে। ইদানিং তারা দেশে জঙ্গিবাদ, উগ্রবাদকে উসকে দিয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। এদের কারণে শান্তির ধর্ম ইসলাম আজ গোটা বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ইসলামী নামধারীদের কাছ থেকে আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে।

সূত্র : বাসস

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি