ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় চার ঘণ্টা বাড়ালো আ. লীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ১২ নভেম্বর ২০১৮

আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় চার ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ সোমবার রাত ১০টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে। দলটির উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ সব তথ্য জানানো হয়।

দীর্ঘ লাইন শেষে মুহূর্তে মনোনয়ন ফরম জমা দিতে ব্যাপক ভিড় লেগেছে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন দলটির মনোনয়ন প্রত্যাশীরা। দীর্ঘ ভিড়ের কারণে ফরম জমা নেওয়ার সময় বাড়ানো হয়েছে হয়েছে বলে জানা গেছে।

এর আগে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় বেঁধে দিয়েছিল দলটি।

শুক্রবার মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। ৩০০ আসনে ইতোমধ্যে চার হাজারের বেশি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা

আগামী বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করবেন দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি