মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও হামলার দ্রুত বিচার দাবি
প্রকাশিত : ১৫:৫০, ২৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৫০, ২৮ জানুয়ারি ২০১৭
সংবাদ কর্মীদের উপর পুলিশি হামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উস্কানী পাবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশে, হামলার ঘটনা পরিকল্পিত অভিযোগ করে, মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও হামলার দ্রুত বিচার দাবি করেন তারা।
রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালে দায়িত্ব পালনের সময়, বেসরকারী টেলিভিশন এটিএন নিউজের দুই সংবাদ কর্মীর উপর ববরোচিত হামলা চালায় পুলিশ।
ঘটনার একদিন পর এটিকে নেহায়েৎ ধাক্কাধাক্কি বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রীর এমন বক্তব্যের পর ফুঁসে উঠে সাংবাদিক সমাজ। শাহবাগের প্রতিবাদ সমাবেশে তারা বলেন, দেশ যখন মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে তখন সাংবাদিকদের উপর হামলা কিছুতেই মেনে নেয়া যায় না।
এ’সময় সাংবাদিক নেতারা বলেন, বিচার না হওয়ায় সাংবাদিকদের উপর এ ধরনের হামলা হচ্ছে।
হামলার ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন