ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

মরমী কবি হাছন রাজার ৯৪তম প্রয়ান দিবস আজ

প্রকাশিত : ১০:৫৩, ৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১০:৫৩, ৬ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মরমী কবি হাছন রাজার ৯৪তম প্রয়ান দিবস আজ। এবারও অনেকটা নিভৃতেই পালিত হচ্ছে মরমী সাধনার অন্যতম পথিকৃৎ এর মৃত্যুবার্ষিকী। তবে শ্রদ্ধাভরে স্মরণ করছেন তার ভাব শিষ্যরা। সবার মাঝে হাছন রাজার দর্শন ছড়িয়ে দিয়ে মরমী এই সাধককে জাতীয়ভাবে স্মরণের দাবি  জানিয়েছেন সুনামগঞ্জবাসী। দেওয়ান হাসন রাজা চৌধুরী। দেশের অন্যতম মরমী কবি ও বাউলশিল্পী। বাংলা দর্শনচেতনার সঙ্গে সংগীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছেন হাসন রাজা। সুরমা নদীর তীর ঘেষে তেঘরিয়া গ্রামে জমিদার পরিবারে জন্ম হাছন রাজার। তার বাবা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রভাবশালী জমিদার। হাছন রাজা যৌবনে তিনি বিলাসী জীবনযাপন করলেও পরবর্তীতে আধ্যাত্মিক চেতনা বদলে দেয় তাঁর জীবনদর্শন। সাধারণ মানুষের সান্নিধ্যে এসে রচনা করেন অসংখ্য গান। ১৮৫৪ সালে সুনামগঞ্জের এই বাড়িটিতেই জন্মেছিলেন তিনি। জীবদ্দশায় রচনা করেছেন অসংখ্য মরমী গান। যা লালন করে চলেছেন তার ভাব শীষ্যরা। মরমী কবির মৃত্যুর পর তার বাড়ির পাশেই গড়ে তোলা হয় হাছনরাজা স্মৃতি সংগ্রহশালা। তবে তাঁর স্মৃতি ধরে রাখতে সরকারের পক্ষ থেকে নেই তেমন কোন উদ্যোগ। অসাম্প্রদায়িক চেতনার এই বাউল কবিকে জাতীয়ভাবে স্মরণের দাবি তাঁর ভক্ত অনুরাগীদের। আর শিগগিরই উদ্যোগ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক। ১৯২২ সালের এই দিনে মারা যান উপমহাদেশের এ অনন্য সাধক। তাঁর চেতনা সারাদেশে ছড়িয়ে দেয়ার আহ্বান সুনামগঞ্জবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি