ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মহাসড়ক থেকে নসিমন-করিমন ও ভটভটি প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

প্রকাশিত : ১৭:০১, ২৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:০১, ২৫ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সাতদিনের মধ্যে দশ জেলার মহাসড়ক থেকে নসিমন-করিমন ও ভটভটি প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ সংক্রান্ত  রুল নিস্পত্তি করে চূড়ান্ত এ রায় দেন। ফলে ঐ ১০ জেলায় এসব যানবাহন চলতে পারবে না। জেলা দশটি হচ্ছে- যশোর, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, বাগেরহাট, নড়াইল ও চুয়াডাঙ্গা। একই সঙ্গে এসব যানবাহন চল্লে চালক ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছে আদালত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি