ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

মাইগ্রেনের ৫ লক্ষণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ১৭ মে ২০১৮ | আপডেট: ১৪:০৬, ১৭ মে ২০১৮

তীব্র এক মাথাব্যথার নাম মাইগ্রেন। সাধারণত মাথার এক পাশে হয় বলে এটি আধ কপালী মাথাব্যথা হিসেবেও পরিচিত। তবে কারও কারও ক্ষেত্রে মাথার দু’পাশে বা পুরো মাথায় ব্যথা হতে পারে।

মাইগ্রেনের প্রকৃত কারণ বিজ্ঞানীরা আজও আবিস্কার করতে সক্ষম হননি। তবে মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিদের ব্যক্তিজীবন ও পারিবারিক জীবন বিশ্লেষণের পর বিজ্ঞানীরা এটিকে মনোদৈহিক রোগ হিসেবে চিহ্নিত করেছেন। পারিবারিক অশান্তিময় পরিবেশ, বাবা-মার ক্রমাগত দ্বন্দ্ব ইত্যাদি কারণে শিশুদের মধ্যে যে অনিশ্চয়তার জন্ম হয় তা মাইগ্রেন হতে ভুমিকা রাখে। চলুন জেনে নিই মাইগ্রেনের লক্ষণগুলো-

১. মাথার একপাশে বা দু’পাশে ব্যথার সঙ্গে বমি বমি ভাব বা বমি হওয়া, দৃষ্টিতে সমস্যা এবং আলো সহ্য করতে না পারা মাইগ্রেনের প্রধান লক্ষণ। কোনও কোনও রোগী আলো ও শব্দ একদম সহ্য করতে পারেন না। কয়েক দিন অন্ধকার নিরিবিলি কক্ষে রাখলে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। মাইগ্রেনের লক্ষণগুলো কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েকদিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে।

২. কোনও কারণ ছাড়াই কয়েকদিন থেকে কয়েক মাস পর পর মাইগ্রেনের ব্যথা হয়ে থাকে।

৩. চকোলেট, পনির, কফি বা এলকোহল সেবনের পরে মাইগ্রেনের ব্যথা হতে পারে।

৪. ধূমপান মাইগ্রেনের ব্যথা বৃদ্ধির কারণ হতে পারে।

৫. মহিলাদের ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রন বড়িও কারও কারও ক্ষেত্রে এই রোগের কারণ হয়ে দাড়ায়।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি