ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মাদক-জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ছাত্রলীগকে ভূমিকা রাখার নির্দেশ

প্রকাশিত : ১৬:৩০, ২৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:৩০, ২৫ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াত ভবিষ্যতে মানুষ পোড়ালে জনগনই তা প্রতিরোধ করবে। বুধবার সকালে গণভবনে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। মাদক-জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ছাত্রলীগকে ভূমিকা রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় ছাত্রলীগ ছাড়াও দেশের বিভিন্ন ইউনিটের নেতাদের সাথে সকালে গণভবনে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে নিজের জড়িত থাকার স্মৃতিও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষাখাতকে সবচে গুরুত্ব দিচ্ছে। পড়ালোখার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখতে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। সমাজ থেকে জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তোলারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ভবিষ্যতে আর মানুষ পোড়ানোর সাহস করলে জনগণই তা প্রতিরোধ করবে। মিতব্যয়ী ও সৎ থেকে শিক্ষিত হতে ছাত্রলীগের নেতাকর্মীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি