ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৯:০৯, ২০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:১৬, ২০ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

এখনো সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়নি, এজন্য সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সপ্তম জাতীয় ফিজিক্স অলিম্পিয়াড প্রতিযোগিতায় মন্ত্রী বলেন, নতুন প্রজন্ম নয়, তারা দীর্ঘ জ্ঞানের অধিকারী। শুধু পুঁথিগত বিদ্যা নয়, ভবিষ্যত প্রজন্মকে সঠিক জ্ঞান অর্জনের পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। আগামী প্রজন্ম যাতে বিজ্ঞান মনস্ক হয়ে গড়ে ওঠে সে লক্ষ্যেই সপ্তমবারের মতো ফিজিক্স অলিম্পিয়াডের এ আয়োজন। এবারের প্রতিযোগিতায় ১২ জেলার ৭ম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত তিন ক্যাটাগরিতে ৭শ’ ৭জন অংশ নিয়েছে। এবার জাতীয় পর্যায়ে পুরস্কৃত করা হবে ৬০ জনকে। এরমধ্যে ৫ জন ইন্দোনেশিয়ায় এবং ৮ জন রাশিয়ায় এশিয়ান অলিম্পিয়াডে অংশ নেয়ার সুযোগ পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শিক্ষাবিদরা। শুধু জিপিএ ফাইভ নয় শিক্ষার যথাযথ নির্যাস নিতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তারা। আর শিক্ষা মন্ত্রী বলেন, শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি ঝরেপড়া রোধে কাজ করছে সরকার। এবারের আয়োজনে রয়েছে বিজ্ঞান মেলা। অংশ নিয়েছে  ৮টি দল। ভুমিকম্প হলে কিভাবে রক্ষা পাওয়া যাবে সেরকম একটি কৌশল উদ্ভাবন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে শেষ হবে দু-দিনের এ আয়োজন। <ংঃৎড়হম>
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি