ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

মানিকগঞ্জে আগুনে পুড়ে গেছে আসবাবপত্র তৈরির একটি কারখানা

প্রকাশিত : ১৯:২৭, ৩১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২৭, ৩১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

মানিকগঞ্জের সিংগাইরে আগুনে পুড়ে গেছে আসবাবপত্র তৈরির একটি কারখানা। এসময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আহত হন বেশ কয়েকজন শ্রমিক। । প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে ফোর্ডনগর গ্রামে আকতার ফার্নিচারের টিনশেড কারখানায় আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মানিকগঞ্জ, সাভার এবং রাজধানীর মিরপুর থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি